ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, নভেম্বর ১৭, ২০২১
ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভাগ্নের ছুরিকাঘাতে মামা মাহমুদ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ মিয়া সৈয়দটুলা দক্ষিণ পাড়া এলাকার কালা মিয়ার ছেলে। পরে বুধবার (১৭ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভাগিনা আলমগীর মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে আলমগীর ও তার ভাই আনোয়ারের মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে তাদের মাহমুদ মিয়া ঝগড়া মিমাংসা করা জন্য তাদের বাড়িতে যায়। বাড়িতে ২ ভাগিনার বিবাদ মেটানোর চেষ্টা করলে আলমগীর উত্তেজিত হয়ে মামা মাহমুদকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। পরে সকালে ঢাকা মেডিক্যাল হাসপাতালে মাহমুদের মৃত্যু হয়।  

সরাইল থানার অফিসার ভারপ্রাপ্ত (ওসি) মো. আসলাম হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনার পর ভাগিনা আলমগীরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।