ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, নভেম্বর ১৭, ২০২১
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা: কুমিল্লা নগরীতে মো. হৃদয় (১৮) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ নভেম্বর) সকালে নগরীর টিক্কারচর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

 

হৃদয় নগরীর সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়ির নূর মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, একই নগরীর সুজানগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সঙ্গে কয়েকদিন আগে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে হৃদয় কাজের উদ্দেশে ঘর থেকে বের হলে রাজিব তার পিছু নেন। পরে টিক্কারচর কবরস্থান এলাকায় হৃদয়কে পেটে রাজিব ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।