ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চিকিৎসার জন্য ঢাকায় এসে দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, নভেম্বর ১৭, ২০২১
চিকিৎসার জন্য ঢাকায় এসে দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় প্রদীপ কুমার সরকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত প্রদীপ একজন গ্রাম্য চিকিৎসক।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রদীপের বাড়ি গাজিপুর কালিয়াকৈর থানার উত্তর দারিয়াপুর গ্রামে।

এ বিষয়ে বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন বলেন, সকালে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় হেঁটে রেললাইন অতিক্রম করছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস নামে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাকলাইন আরও বলেন, নিহত একজন গ্রাম্য চিকিৎসক ছিলেন। তিনি অসুস্থ থাকায় ঢাকায় চিকিৎসার জন্য আসেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।