ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

জেলে বসে এসএসসিতে অংশ নিচ্ছে পর্নোগ্রাফি মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, নভেম্বর ১৫, ২০২১
জেলে বসে এসএসসিতে অংশ নিচ্ছে পর্নোগ্রাফি মামলার আসামি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মো. জনি নামে এক শিক্ষার্থী।  

রোববার (১৪ নভেম্বর) সকালে জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দেয় সে।

জনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে। কারাগারের জেলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

কারাগার সূত্রে  জানা যায়, কারাবন্দী মো. জনি বারঘোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। একটি পর্নোগ্রাফি মামলায় ২১ এপ্রিল থেকে সে কারাবন্দী আছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলার একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তার পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা ওই বন্দীর পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। কারাগারের অফিস কক্ষে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারে সে ব্যবস্থাও করেছে কারা কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।