ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

নাজিরপুরে ভ্যান ছিনতাইকালে ২ জনকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, নভেম্বর ৪, ২০২১
নাজিরপুরে ভ্যান ছিনতাইকালে ২ জনকে গণপিটুনি

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে চালককে অজ্ঞান করে ভ্যান ছিনতাইকালে গণপিটুনির শিকার হয়েছেন দুই ছিনতাইকারী।

তারা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের গেঞ্জের আলী খানের ছেলে জামান খান (৩৫) ও একই উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের বেদগ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে মিজান মোল্লা (৪৫)।

বুধবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেখানে চিকিৎসাধীন রয়েছেন অজ্ঞান হওয়া ভ্যান চালক বায়েজিদ মোল্লাও (১৩)। বায়েজিদ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামের মনির মোল্লার ছেলে।

স্থানীয়রা ও ভুক্তভোগীর পিতা মনির মোল্লা জানান, বুধবার দুপুরে যাত্রীবেশে বায়েজিদকে নাজিরপুর বাসস্ট্যান্ড থেকে মাটিভাঙ্গায় নিয়ে যায় ছিনতাইকারীরা। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয়।

বিষয়টি অপর এক ভ্যানচালক দেখতে পেলে পরবর্তীকালে নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের শৈলদাহ বাজার ভ্যান স্ট্যান্ড থেকে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় স্থানীয়দের গণপিটুনির শিকার হন তারা। জানা গেছে, ভ্যান চালক বায়েজিদ মাদ্রাসা শিক্ষার্থী। বাবা অসুস্থ থাকায় ঘরে খাবার ছিল না। খাবার জোগাতেই ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।