ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই: সোহেল তাজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ৩, ২০২১
আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই: সোহেল তাজ আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই: সোহেল তাজ

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে জাতীয়ভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

বুধবার (৩ নভেম্বর) জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে তারা এমন আহ্বান জানান।

শহীদ তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী করে রেখেছিল। এই দুর্যোগময় মুহূর্তে আমাদের জাতীয় চার নেতা দৃঢ়তার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিপারে নির্মমভাবে হত্যা করা হয়। পরে কেন্দ্রীয় কারাগারে ৩ নভেম্বর বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। আমি মনে করি আমাদের পরিরিবারের পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমরা চাই, এটার বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক।

সোহেল তাজ বলেন, আমরা এটাও চাই, আমাদের ভবিষৎ যে সোনার বাংলার স্বপ্নের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমি মনে করি, আমরা পরিবারবর্গ মনে করি উনাদের জীবনীগুলো যদি আমরা জাতীয়ভাবে মানুষের সামনে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারতাম। শুধু এই ৩ নভেম্বর নয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই পুস্তকে যদি তাদের জীবনীগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরতে পাররতাম। আমরা মনে করি নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতো।

তিনি আরও বলেন, তাহলে ভবিষ্যৎ একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারব। ৩ নভেম্বর শোকাহত দিনে এটাই আমাদের চাওয়া, আমাদের তো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা চাই একটি সুন্দর ভবিষ্যৎ-সুন্দর বাংলাদেশ, এটাই আমাদের চাওয়া।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।