ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, নভেম্বর ৩, ২০২১
সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় দুটি ওয়ান শুটারগান, একটি পাইপ গান ও ছয় রাউন্ড গুলিসহ আলিফ খান (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে আরও দুটি চাপাতি, দুটি হাসুয়া ও দুটি চাকু উদ্ধার করা হয়।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আলিফ খান সাতক্ষীরা পৌরসভার রসুলপুর খা পাড়ার আলাউদ্দিন খানের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের রসুলপুর খাঁ পাড়ার আলাউদ্দিন খানের বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আলাউদ্দিন খানের ছেলে আলিফ খান কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে দুটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ছয় রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি হাসুয়া ও দুটি চাকু উদ্ধার করা হয়। পরবর্তীকালে জব্দকৃত আলামত ও আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।