ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে নদী রক্ষা কমিশনের জরিপ টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, নভেম্বর ৩, ২০২১
কুড়িগ্রামে নদী রক্ষা কমিশনের জরিপ টিম

কুড়িগ্রাম: নদীকে সংকুচিত করার সুযোগ নেই; নদী কমিশন চায়, নদী তার স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়েই প্রবাহমান হবে। কোনো দখলদার নদীর গতিপথ বন্ধ করতে পারবে না।

বুধবার (০৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপশার নদী দখলমুক্ত করতে জরিপ পরিচালনার সময় এ কথা বলেছেন, নদী রক্ষা কমিশনের জরিপ টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবর রহমান।

রাজারহাট উপজেলার তিস্তা নদীর প্রবেশ মুখ থেকে চাকিরপশার নদী দখলমুক্ত করতে জরিপ করেছে ৫ সদস্যের জাতীয় নদী রক্ষা কমিশনের জপির টিম।

জরিপ পরিচালনার সময় উপস্থিত ছিলেন—নদী রক্ষা কমিশন গঠিত টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব সৈয়দ মতলুবর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট সহকারী কমিশনার ভূমি আকলিমা মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান।

চাকিরপশার নদী দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনকে কয়েক দফা চিঠি পাঠায় জাতীয় নদী রক্ষা কমিশন। তারপরও নানা কারণে দখলমুক্ত না হওয়ায় বিশেষ জরিপ টিম গঠন করে জাতীয় নদী রক্ষা কমিশন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।