ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

এক বাঘাইড় ২৫ কেজি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, নভেম্বর ৩, ২০২১
এক বাঘাইড় ২৫ কেজি!

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (০৩ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মানদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।  

জানা যায়, জয় হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি নম্বর মাছটি ১২০০ টাকা কেজিতে মোট ৩০ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।

জেলে জয় হালদার বাংলানিউজকে জানান, বুধবার ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যায়। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে ৭টার দিকে আবার ফেলে ৮টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে। পরে বেলা ১০টার দিকে তিনি মাছটি বিক্রির জন্য ৫ নম্বর ফেরিঘাটে শাকিল সোহান মৎস্য আড়তে আনেন। সেখান থেকে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে নেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ