ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

নান্দাইলে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, নভেম্বর ৩, ২০২১
নান্দাইলে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে চালক মোশারফ হোসেনকে (২৩) খুন করে তার অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের বাড়ি হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর। তিনি স্থানীয় সুলতান উদ্দিন সুলতুর ছেলে।  

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, প্রতিদিনের মত ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে কিশোরগঞ্জ যান মোশারফ হোসেন। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে যাত্রীবেশে একদল দুর্বৃত্ত অটোরিকশাটি রিজার্ভ ভাড়া করে। অটোরিকশাটি নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকায় এলে তারা চালকের পেটে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে পেটে ছুরিবিদ্ধ অবস্থায় চালক মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।  

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ