ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, অক্টোবর ২৮, ২০২১
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু  ফাইল ছবি

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী এলাকায় ট্রেনে ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছিচড়াকান্দা গ্রামের মৃত আবদুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৬০) ও মেয়ে জোৎসনা আক্তার (৩৮)। জোৎসনা জেলা সদর উপজেলার মোবারকপুর গ্রামের আমান্তু মিয়ার স্ত্রী।

জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ২৬৪ নম্বর ডাউন লোকাল ট্রেনটি নেত্রকোনা সদরের সতরশ্রী গ্রামে এলে ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। নিহত হাজেরা তার মেয়ে জোৎসনার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে মাকে নিয়ে রেল লাইনে হাঁটছিলেন তারা। হঠাৎ ট্রেন চলে আসায় ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।  

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ