ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে কারখানায় দগ্ধ একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, অক্টোবর ২৮, ২০২১
নারায়ণগঞ্জে কারখানায় দগ্ধ একজনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় রড কারখানায় দগ্ধ এক শ্রমিক মারা গেছেন। তার নাম আব্দুল আলী (২৬)।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় পাঁচ শ্রমিককে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে একজন মারা গেছেন। মৃত আব্দুল আলীর শরীরের ৫২ শতাংশ পুড়ে যায়। বাকি চারজন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তারা হলেন- বিল্লাল হোসেন, মো. আরিফ, সোহেল ও মো. লিটন। আগুনে যথাক্রমে তাদের শরীরের ২০ শতাংশ, ১১ শতাংশ, ১৩ শতাংশ ও ১৪ শতাংশ পুড়ে গেছে।

এর আগে ২৫ অক্টোবর দুপুর ১২টার দিকে ফতুল্লার পাগলা সিএসআরএম রড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের সহকর্মী রুবেল ভাণ্ডারী বাংলানিউজকে বলেন, তাদের কারখানাটি ফতুল্লার পাগলা রসুলপুরে। সকালে সবাই কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভাট্টি বিস্ফোরণ হয়। এতে গলিত লোহা পাঁচ শ্রমিকের শরীরে পড়ে।

আরও পড়ুন: লোহার কারখানায় ৫ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ