ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ফেরি ডুবি, উদ্ধার অভিযান স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৩, অক্টোবর ২৮, ২০২১
ফেরি ডুবি, উদ্ধার অভিযান স্থগিত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে আমানত শাহ নামের রো রো ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজ অস্থায়ী ভাবে শেষ হয়েছে।  

বুধবার (২৭ অক্টোবর)  রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি ডুবির ঘটনায় শুরু হওয়া উদ্ধার অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

 

এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে এখনও পদ্মায়  ১০টি ট্রাক ডুবে আছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটির (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) শরিফুল ইসলাম বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি আমানত শাহ ডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা। রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।  

তিনি আরও জানা, এছাড়া ডুবে যাওয়া ৫টি ট্রাক শনাক্ত করে রাখা হয়েছে। ফেরির ভেতরে রয়েছে আরও ৫ টি ট্রাক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল থেকে পুনরায় ট্রাকগুলো উদ্ধারে অভিযান শুরু করা হবে।  

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা,২৭ অক্টোবর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।