ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

৩২ নম্বর এলাকা পরিস্থিতি স্বাভাবিক, প্রবেশ সীমিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, আগস্ট ১৫, ২০২৫
৩২ নম্বর এলাকা পরিস্থিতি স্বাভাবিক, প্রবেশ সীমিত কথা বলছেন এডিসি জিসানুল হক।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্বাভাবিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করছে পুলিশ। তবে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ সীমিত করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা চালাতে পারে, এমন আশঙ্কায় সকাল থেকেই সেখানে জড়ো হয় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন দলের লোকজন। আওয়ামী লীগের লোক সন্দেহে কয়েকজনক মারধর করে ওই এলাকা থেকে সরিয়েও দেওয়া হয়।
 
সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক সাংবাদিকদের বলেন, ধানমন্ডিতে স্বাভাবিক নিরাপত্তায় ডিউটি চলছে। এখানে কোনো বিশেষ আশঙ্কা নেই। তবে জনসাধারণের নিরাপত্তার জন্য ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এডিসি জিসানুল হক বলেন, আমরা অনেক উৎসুক জনতাকে দেখতে পাচ্ছি, কিন্তু নিরাপত্তার কথা ভেবে প্রবেশ সীমিত রাখা হয়েছে। বাড়িটির ভাঙা অংশে প্রবেশ করলে দুর্ঘটনার ঝুঁকি আছে, তাই কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

পুলিশের নিয়মিত টহল ও উপস্থিতি রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গতকাল সন্দেহভাজন কয়েকজনকে যাচাই-বাছাইয়ের জন্য নেওয়া হলেও আজ কাউকে আটক করা হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর আগমনের তথ্যও পুলিশের কাছে নেই।

জুলাই গণঅভ্যুত্থানে দেড় সহস্রাধিক মানুষ হত্যার অভিযোগ মাথায় নিয়ে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান মুজিবের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তখন বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িটিতে হামলা-ভাঙচুর করে। এরপর ৫ ফেব্রুয়ারি হাসিনা অনলাইনে এসে বক্তব্য দেওয়ার ঘোষণা দিলে অভ্যুত্থানকারী ছাত্র-জনতা ওই বাড়িটিতে গুঁড়িয়ে দেয়।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।