ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মাতুয়াইলে পিকআপে প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, অক্টোবর ২৭, ২০২১
মাতুয়াইলে পিকআপে প্রাণ গেল নারীর নিহত মুক্তারা বেগম

ঢাকা: রাজধানীতে রাস্তা পারাপারের সময় পিকআপ গাড়ির ধাক্কায় মুকতারা বেগম (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কদমতলী থানার মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে এই ঘটনাটি ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুকতারা বেগম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার স্বামীর নাম আরব আলী।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ওই নারীকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তিনি মারা যান। ঘটনার পরপরই পিকআপ চালককে আটক করা হয়েছে।   নিহত নারীর কাছে বারডেম হাসপাতালে চিকিৎসার একটি কাগজ পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।