ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

চট্টগ্রামের সঙ্গেই থাকতে চায় ফেনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, অক্টোবর ২৬, ২০২১
চট্টগ্রামের সঙ্গেই থাকতে চায় ফেনী

ফেনী: নতুন কোন বিভাগে নয়, চট্টগ্রামের সঙ্গেই থাকতে চায় ফেনীবাসী।

এ নিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ বিষয়ে আন্দোলন কর্মসূচি এবং নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন আন্দোলন বাস্তায়ন কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী বিএমএ সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাওসার, কমিটির সদস্য সচিব পারভেজুল ইসলাম হাজারী, সদস্য বীর মুক্তিযোদ্ধা  আবদুল মোতালেব, অ্যাডভোকেট শাহজাহান সাজু, ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা প্রমুখ।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।