ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় হকার নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, অক্টোবর ২০, ২০২১
আশুলিয়ায় ট্রাকচাপায় হকার নিহত দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ট্রাকের চাপায় মো. রুহুল আমিন (৬০) নামে এক পত্রিকার হকার নিহত হয়েছেন।  

বুধবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

রুহুল আমিন টাঙ্গাইল জেলা সদর থানার ফারজানা গ্রামের বাসিন্দা। তিনি পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় থেকে ঢাকা সংবাদপত্র হকার'স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করতেন।  

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে স্মৃতিসৌধের ভেতরে পত্রিকা বিলি করতে যাচ্ছিলেন রহুল আমিন। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক পার হতে গেলে মানিকগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।  

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।