ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

টিকা নিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, ফেব্রুয়ারি ৭, ২০২১
টিকা নিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা

ঢাকা: করোনা ভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর শেরে বাংলানগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরিচালকরা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাংলানিউজকে এ কথা জানান।

টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আমরা টিকা নিয়েছি, টিকা নেওয়ার পরে কোনো পাশ্বপ্রতিক্রিয়া হয় কি না তা দেখার জন্য চিকিৎসকের গাইড লাইন অনুসরণ করে আধাঘণ্টা অপেক্ষা করেছি। কিন্তু কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।