ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, ফেব্রুয়ারি ৭, ২০২১
ঝিনাইদহে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু শিশুর স্বজনের আহাজারি। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে কাঞ্চননগর পূর্বপাড়া গ্রামের একটি বাড়ির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ আল জাসিন (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জাসিন শহরে কাঞ্চননগর গ্রামের মো. গোলাম আজমের ছেলে।

কাঞ্চননগর গ্রামের মোহাম্মাদ শাহআলম মিয়া জানান, সকালে নিজ বাসার তৃতীয় তলার ছাদে খেলা করছিল জাসিন। একপর্যায়ে হঠাৎ ছাদ থেকে নীচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।