ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ধানমন্ডির রাপা প্লাজায় স্বর্ণের দোকানে চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, ফেব্রুয়ারি ৭, ২০২১
ধানমন্ডির রাপা প্লাজায় স্বর্ণের দোকানে চুরি ছবি: বাংলানিউজ

ঢাকা: ধানমন্ডির রাপা প্লাজায় রাজলক্ষ্মী জুয়েলার্সে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। কী পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি, জানিয়েছে পুলিশ।

রোববার (০৭ ফেব্রুয়ারি) এই বিষয়ে কথা হয় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়ার সঙ্গে।

তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাপা প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত রাজলক্ষ্মী জুয়েলার্স। ধারণা করা হচ্ছে, শনিবার দিনগত রাত ২টার পরে এই চুরির ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দ্বিতীয় তলায় দোকানের পাশে একটি লেডিস টয়লেট আছে। ওই টয়লেটের গ্রিল আমরা ভাঙা দেখতে পেয়েছি। ওই দোকান থেকে আনুমানিক ১০০ ভরির বেশি স্বর্ণ চুরি হয়ে থাকতে পারে। এ বিষয়ে নিরাপত্তাকর্মীসহ দুই একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনায় দোকান মালিকের ছোট ভাই অমিত কুমার সাহা জানান, আনুমানিক ৫০০ ভরি স্বর্ণ খোয়া গেছে। এখনো টোটাল হিসাবটা করিনি। দোকানে স্বর্ণ ছিল আমাদের ও কাস্টমারের মিলিয়ে ৫০০ ভরির মতো। কাস্টমাররা আমাদের এখান থেকে স্বর্ণ কিনেছে, সেটা একটু ছিরে গেছে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও আমাদের কাছে মেরামতের জন্য ছিল। এছাড়া আমাদের সিন্দুকটি তারা খুলতে পারেনি। বাইরে যেগুলো ছিল সেগুলো নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।