ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

লেবুখালী ফেরিঘাটে বাসচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, ফেব্রুয়ারি ৬, ২০২১
লেবুখালী ফেরিঘাটে বাসচাপায় কিশোর নিহত প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে বাসের চাপায় রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

পরিবারসহ সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমণ শেষে ফেরার পথে থেকে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে দুমকি উপজেলার কুয়াকাটা-বরিশাল মহাসড়কের লেবুখালী প্রান্তে (দক্ষিণ পাড়) এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ মাদারীপুর সদর উপজেলার ঝিকরাদি ইউনিয়নের ঘটমাঝি গ্রামের আবু মোল্লার ছেলে। সে স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের ছাত্র।

রিয়াদের চাচা বাবু মোল্লা বাংলানিউজকে বলেন, আমরা এলাকাবাসীসহ আমরা পারিবারিক বনভোজনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে আসি। কুয়াকাটা থেকে ফেরার পথে ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ লাইন থাকায় আমরা গাড়ি থেকে বাইরে বের হই নাস্তা করার উদ্দেশে।
সেসময় নিয়ম ভঙ্গ করে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি পরিবহন তড়িঘড়ি করে ফেরিতে উঠতে গেলে রিয়াদ বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর পরিবহনটি ঘুরিয়ে পটুয়াখালীর দিকে পালিয়ে যায়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পটুয়াখালী পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।