ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

‘কয়রায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, ফেব্রুয়ারি ৫, ২০২১
‘কয়রায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে’

খুলনা: খুলনার কয়রা উপজেলায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে কয়রার পাউবোর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধসহ কাশিরহাটখোলা নির্মাণাধীন বাঁধ পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এ কথা বলেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাউবোর ১৩-১৪/১, ২ নম্বর পোল্ডারের দক্ষিণ বেদকাশি ও উত্তর বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ নদীর ক্ষতিগ্রস্তসহ নির্মাণাধীন বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।

জাহিদ ফারুক আম্পান পরবর্তী তিনবার কয়রার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী আম্পানে ভেসে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং যে সমস্ত পরিবার নদী ভাঙনে নিঃস্ব হয়েছে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলেন। এছাড়া টেকসই বেড়িবাঁধ নির্মাণে যেসব জমি ব্যবহার হবে সেসব জমি মালিকদের তিন গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসেই এ এলাকার জন্য এক হাজার কোটি টাকা একনেকে পাস হলেই আগামী মাসের মধ্যেই কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও আম্পানে ভেসে যাওয়া বেড়িবাঁধ নির্মাণ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।