ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, ফেব্রুয়ারি ৫, ২০২১
পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক আটক বাবুল হোসেন

বরগুনা: বরগুনার পাথরঘাটায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বাবুল হোসেন (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।  

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

বাবুল ওই গ্রামের ছগির হাওলাদারের ছেলে।  

কোস্টর্গাড পাথরঘাটা স্টেশন কমান্ডার ফাহিম শাহারিয়ার বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে ভাড়াচালিত একটি মোটরসইকেলসহ নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।