ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাসায় ঢুকে যুবককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, ফেব্রুয়ারি ২, ২০২১
বাসায় ঢুকে যুবককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ছুরিকাঘাতে রাজিব (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে গুরুতর আহত হয়েছেন স্ত্রী মরিয়ম আক্তার (২৪)।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাঠের মসজিদের পাশে রাজিবের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।  

আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে রাজিবকে মৃত ঘোষণা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ আব্দুল খান।  

তিনি জানান, আহত অবস্থায় তাদের নিয়ে আসে স্বজনরা। রাজিবকে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্ত্রী মরিয়মের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত রাজিবের ফুফাতো ভাই জিহাদ জানান, রাজিব সেনেটারি মিস্ত্রীর কাজ করতো। স্ত্রী মরিয়ম বাসাতেই থাকতো। রাতে রাজিবকে কয়েক জন বাসায় ঢুকে ছুরিকাঘাত করে। স্ত্রী ঠেকাতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তা জানি না।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, জানতে পেরেছি কাজলা এলাকায় ভায়রার হাতে ভায়রা খুন হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রীও আহত আছে। বিস্তারিত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।