ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে বাসচাপায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, ফেব্রুয়ারি ১, ২০২১
রাজশাহীতে বাসচাপায় পথচারী নিহত

রাজশাহী: রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গায় বাসচাপায় মিজানুর রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গার শায়েরগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর কাশিয়াডাঙ্গা-রায়পাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শায়েরগাছা মোড় এলাকায় সড়ক পার হচ্ছিলেন মিজানুর। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। ওই বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।