ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে ফেনসিডিলসহ তিন যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ফেব্রুয়ারি ১, ২০২১
ফুলবাড়ীতে ফেনসিডিলসহ তিন যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯) একই উপজেলার ভাঙ্গাপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৯)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বাংলানিউজকে জানান, ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদশে সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।