ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করলেন এনামুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, ফেব্রুয়ারি ১, ২০২১
এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করলেন এনামুর রহমান ডা. এনামুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পৈতৃক বাড়িতে এসে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।  

সোমবার (১ ফেব্রুয়ারি) সপরিবারে প্রতিমন্ত্রী তার পৈতৃক ভিটা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামে আসেন।

এসময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।  

এলাকার সার্বিক অবস্থা ও উন্নয়নের খোঁজ খবর নেন। রায়পুরার চরাঞ্চলসহ অবহেলিত সব এলাকার উন্নয়নে স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে সমন্বয় ও পরামর্শ করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে এলাকাবাসীর অনুরোধে প্রতিমন্ত্রী এখন থেকে নিয়মিত এলাকায় আসবেন বলে জানান।

মতবিনিময় সভায় গণ্যমান্য ব্যক্তিরা এলাকায় একটি হাসপাতাল নির্মাণের অনুরোধ জানান। এসময় মন্ত্রী এলাকার চেয়ারম্যানকে জমির ব্যবস্থা করতে বলেন। জমি ক্রয় করে শিগগিরই হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানান তিনি।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজি কুমার ঘোস, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।