ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জানুয়ারি ১৯, ২০২১
ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ঝিনাইদহ: শহরের পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের পৌর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।  

অনিন্দিতা রায় জানান, ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে আরাপপুর হয়ে আলহেরা বাসস্টান্ড পর্যন্ত বিভিন্ন আধা পাকা অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সড়ক বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে প্রায় ১শ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।  

সড়ক যানজট মুক্ত রাখতেও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অনিন্দিতা রায়। তিনি আরও জানান, যারা নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে অংশ নেন সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিমসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।