ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

বাসায় ঢুকে ‘ফ্যাসিস্ট’ বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৭, জুলাই ৮, ২০২৫
বাসায় ঢুকে ‘ফ্যাসিস্ট’ বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ গ্রেপ্তার চারজন

রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৬ জুলাই রাত ১০টার দিকে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পশ্চিম মণিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসায় হামলা চালান।  

তারা ওই বাসার বাসিন্দাদের জিম্মি করে ‘ফ্যাসিস্ট’ বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগীরা বিভিন্ন উপায়ে তাদের পাঁচ লাখ টাকা দেন।

পরে রাত ৩টার দিকে পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার ১৬ হাজার টাকা এবং ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।