ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

গুলিস্তানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, জুলাই ৮, ২০২৫
গুলিস্তানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কের পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃষ্টিতে পুকুরের পানি উপচে পড়ার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। পরে পল্টন থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে পুলিশ শহীদ মতিউর পার্কে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ২-৩ জন শিশু গোসল করতে গিয়ে পুকুরে নামে। তখন তাদের একজন পানিতে ডুবে যায়। অন্যরা আশপাশের লোকজনকে জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিকেল ৫টার দিকে ডুবুরিরা পুকুরের তলদেশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে। তার পরনে ছিল সাদা পায়জামা ও নীল পাঞ্জাবি। বয়স আনুমানিক ১১ বছর।

এসআই ইউসুফ আরও জানান, স্থানীয় কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে তার সঙ্গে আসা অন্য শিশুদের পরনেও একই ধরনের পোশাক ছিল। এতে ধারণা করা হচ্ছে, তারা কোনো মাদরাসার ছাত্র হতে পারে। লাশের দুই চোখে ও ঠোঁটের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।