ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৯, জুলাই ৯, ২০২৫
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি ইব্রাহিম বাবুর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।  

মৃত্যুর ৬দিন পর মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬নং পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেয়া হয়।


 
বিজিবি-৬ ব্যাটালিয়ন দর্শনা কোম্পানি কমান্ডার ও ৩২ ব্যাটালিয়ন বিএসএফের গেদে কোম্পানি কমান্ডেন্টের উপস্থিতিতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন।

বিজিবি জানায়, গত ২ জুলাই চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবু। তার লাশ  নিয়ে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে রাখা হয়। পরে লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে টানা ৬দিন পর মঙ্গলবার রাতে দর্শনা সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর জানান, ভারতীয় পুলিশের কাছ থেকে লাশ বুঝে নিয়ে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আসিফ মাহমুদ ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।