ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, নভেম্বর ২৪, ২০২০
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান

ঢাকা: একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসান শপথ নিয়েছেন ৷ 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।

গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে আসনটিতে গত ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদোশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।