ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

দৃষ্টিনন্দন রেলিংসহ ১০টি সড়ক হচ্ছে রাজশাহীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, নভেম্বর ২৩, ২০২০
দৃষ্টিনন্দন রেলিংসহ ১০টি সড়ক হচ্ছে রাজশাহীতে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বড় ১০টি ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ ১০টি সড়ক নির্মাণ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন চালনা সুইস গেট থেকে গুলজারবাগ গুঁড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে এই সড়ক নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং সড়ক নির্মাণ কাজের যথাযথ মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সড়কের নির্মাণ কাজ পরিদর্শনকালে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানি, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আজিজুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী নুরুল হুদা উপস্থিত ছিলেন।  

রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, ‘মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় চালনা স্লুইস গেট থেকে গুলজারবাগ গুঁড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য ৫২৫ মিটার এবং চওড়া ৫ দশমিক ৫০ মিটার। এ রাস্তা নির্মাণ কাজের মোট ব্যয় ১ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ২০২ টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ