ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ভোলাহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, নভেম্বর ২৩, ২০২০
ভোলাহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থীর জয় আরজেদ আলী ভুলু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী আরজেদ আলী ভুলু বিজয়ী হয়েছেন। ইউনিয়নটির অপর প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনি নির্বাচিত হন।

সোমবার (২৩ নভেম্বর) ভোলাহাট উপজেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল গত ০৯ সেপ্টেম্বর মারা যান। ফলে গত ০১ অক্টোবর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উপ-নির্বাচনে নৌকা ও ধানের শীষের দু’জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও পরে বিধি লঙ্ঘনের দায়ে বিএনপির মনোনীত প্রার্থী আলাউদ্দিনের প্রার্থীতা বাতিল করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরে ১৮ নভেম্বর প্রার্থীতা ফিরে পেতে তিনি আপিল করলে ১৯ নভেম্বর তার আপিল খারিজ করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ