ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর ফুটপাত থেকে ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, নভেম্বর ২৩, ২০২০
রাজধানীর ফুটপাত থেকে ২ মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় বকসিবাজার মোড় ও দোয়েল চত্বর থেকে দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে বকসিবাজার মোড়ে ফুটপাত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে তার নাম বাবু বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শাহবাগ থানার অপর উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে দোয়েল চত্বরের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ