ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, নভেম্বর ২১, ২০২০
মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ প্রত্যাহার

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকির প্রতিবাদে শাহবাগ সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ফলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে বিকেল ৪টাযর দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের হুমকির প্রতিবাদে শাহবাগের মূল সড়ক অবরোধ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।  

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং মৌলবাদী অপশক্তির কুশপুতুলদাহ করা হয়।  

শাহবাগ সড়ক অবরোধ কর্মসূচি থেকে মৌলবাদ বিরোধী বিভিন্ন স্লোগান এবং মৌলবাদী অপশক্তিকে দেশের মাটি থেকে উৎখাত করার কথা বলা হয়।

** শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।