ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে দুর্বৃত্তের হামলায় নাইট গার্ড নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৫, নভেম্বর ১৭, ২০২০
সুনামগঞ্জে দুর্বৃত্তের হামলায় নাইট গার্ড নিহত সুনামগঞ্জ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুর্বৃত্তের হামলায় আব্দুস সালাম (৩৮) নামে এক নাইট গার্ড নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সালাম উপজেলার সদর ইউনিয়নের নৈন গাঁও গ্রামের মুমশ্বর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোরেশপুর গ্রামে নাইট গার্ডের কাজ করতো সালাম। কে বা কারা ভোর রাতে তাকে মেরে ফেলে চলে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সকালে দ্রুত ঘটনাস্থলে আসি। আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।