ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

অর্থের উৎস আড়াল, রেহানা পুত্র ববির নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জুলাই ২৮, ২০২৫
অর্থের উৎস আড়াল, রেহানা পুত্র ববির নামে মামলা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি: ফাইল ফটো

ঢাকা: ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি নিজ নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে এবং তার কোনো ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশে ৩টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ সর্বমোট ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকা তার বৈধ আয়ের তুলনায় অস্বাভাবিক, সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে ওই লেনদেনকৃত অর্থ স্থানান্তর, হস্তান্তর বা রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

ঘটনার বিবরণীতে দেখা গেছে,  রাদওয়ান মুজিব সিদ্দিক ড. শফিক আহম্মেদ সিদ্দিক ও শেখ রেহানা সিদ্দিকের ছেলে। অনুসন্ধাকালে তার আয়কর নথি ও প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় তার কোনো ব্যবসা বাণিজ্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।