ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

কম্বোডিয়ায় থাকা বাংলাদেশিদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুলাই ২৮, ২০২৫
কম্বোডিয়ায় থাকা বাংলাদেশিদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার আহ্বান থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

ঢাকা: কম্বোডিয়ায় থাকা বাংলাদেশিদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

এতে উল্লেখ করা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সশস্ত্র সংঘাতের পরিপ্রেক্ষিতে কম্বোডিয়ার অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অনেকেই রাজধানী নমপেনে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন। যারা এখনো আসতে পারেননি, তাদের স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় যতদূর সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা এসব এলাকা ছেড়ে যেতে চান, তারা সুনির্দিষ্ট তথ্যসহ দূতাবাসের হটলাইন (+৬৬৮১৮৭০৮৪৪৩)-এ যোগাযোগ করতে পারেন। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ইতোমধ্যে নমপেনে অবস্থান করছেন।

সেখানে বাংলাদেশি কমিউনিটির সদাশয় ব্যক্তিবর্গের সহায়তায় উপদ্রুত বাংলাদেশিদের সাময়িকভাবে থাকা-খাওয়া, যাতায়াত ও প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলো থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর ও সুরক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য কম্বোডিয়ার সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ এবং জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।