ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

করোনায় মারা গেলেন হাউস বিল্ডিংয়ের এমডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, নভেম্বর ১৭, ২০২০
করোনায় মারা গেলেন হাউস বিল্ডিংয়ের এমডি হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।
 
সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা হাফিজুল ইসলাম।


 
তিনি বলেন, শনিবার (১৪ নভেম্বর) দেবাশীষ চক্রবর্তীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। যদিও এভারকেয়ার হাসপাতালে পরীক্ষার পর স্যারের করোনা নেগেটিভ এসেছিল।
 
হাফিজুল ইসলাম আরও বলেন, স্যারের স্ত্রী, সন্তান ও মা করোনায় আক্রান্ত। স্যারের স্ত্রীর চিকিৎসা চলছে স্কয়ার হাসপাতালে। পুত্র ও মায়ের চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।