ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রামগড় থেকে চট্টগ্রাম বিআরটিসি বাস সার্ভিস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, নভেম্বর ১৪, ২০২০
রামগড় থেকে চট্টগ্রাম বিআরটিসি বাস সার্ভিস চালু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস চালু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিআরটিসি এ বাসের উদ্বোধন করেন খাগড়্ছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

শনিবার থেকে প্রতিদিন ছয়টি করে বাস রামগড় উপজেলা থেকে চট্টগ্রামে  আসা যাওয়া করবে।

বিআরটিসি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা ও রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।