ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, নভেম্বর ১৪, ২০২০
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়ায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে অজ্ঞাতপরিচয় একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।