ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ছাত্র, যুব অধিকার পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, নভেম্বর ১৪, ২০২০
বরিশালে ছাত্র, যুব অধিকার পরিষদের মানববন্ধন বরিশালে ছাত্র, যুব অধিকার পরিষদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের ছাত্র, যুব অধিকার পরিষদ।  

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠিতে ভিপি নুরের সংগঠন ছাত্র, যুব অধিকার পরিষদ বিনামূল্যে মাস্ক বিতরণ ও কর্মী সংগ্রহ কর্মসূচি পালন করতে গেলে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানায়।

বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হাজী দানেস বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শহীদুল ফাইম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজিউর রহমান, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আতিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, সুজন ইসলাম, আব্দুল্লাহ খান, মো. আখছার, রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।