ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, নভেম্বর ১৪, ২০২০
তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি চালিত দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত নারায়ণ কর্মকার (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের কাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণ কর্মকার তাড়াশ পৌর শহরের তাড়াশ রাধা গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা।  

মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রাতে ভ্যান চালিয়ে আসার পথে কাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নারায়ণ কর্মকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়।

নিহতের শ্যালক পলান কর্মকার জানান, বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান নারায়ণ কর্মকার।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বাংলানিউজকে বলেন, এ দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।