ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, নভেম্বর ১৪, ২০২০
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে নাফ নদীর স্লুইচ গেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  

এসময় ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি বাংলানিউজকে জানান, টেকনাফ নাফ নদীর স্লুইচ গেট পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে - গোপন সুত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় বিজিবির একটি দল।
এ সময় ৩ জন ব্যক্তি হস্তচালিত কাঠের নৌকায় নাফ নদী পার হতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। নৌকা থেকে লাফ দিয়ে ২ জন পালিয়ে যায়।  

পরে তাদের ওই নৌকাটি তল্লাশী চালানো হলে ইয়াবা, আগ্নেয়াস্ত্রসহ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পরে গুলিবিদ্ধ ইয়াবা কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এসবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।