ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, নভেম্বর ১৪, ২০২০
নারায়ণগঞ্জে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনরত অবস্থায় আবু সাঈদ (৫৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

পরে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

আবু সাঈদের বাড়ি টাঙ্গাইলে। তিনি গত ২৭ বছর ধরে পুলিশে কর্মরত রয়েছেন। তার ব্যাচ নং ৬৭১।  

গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার জানান, সকালে দায়িত্ব পালনের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি এই তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।