ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

মাস্ক না পরায় মুন্সিগঞ্জে ৭০ জনকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, নভেম্বর ১০, ২০২০
মাস্ক না পরায় মুন্সিগঞ্জে ৭০ জনকে জরিমানা  ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ার দায়ে মুন্সিগঞ্জে ৭০ জনকে পাঁচ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ও মো. আশরাফুল কবীর।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বাংলানিউজকে জানান, করোনা সংক্রমণ রোধে সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হয়েছে। এ সময় শতাধিক মাস্ক বিতরণও করা হয়। ঘরের বাহিরে মাস্ক না পরে যাতে কেউ বাইর না হন সেজন্য অনুরোধও করা হয়েছে। পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত প্রায় পাঁচ ঘণ্টা শহরের ওই দুই স্থানে অভিযান পরিচালনা করে ৭০ জনকে পাঁচ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।