ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

কর রেয়াত ও ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, নভেম্বর ১০, ২০২০
কর রেয়াত ও ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়লো

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকাধীন গৃহ করদাতাদের জন্য কর রেয়াতের ঘোষণা দিয়েছে সংস্থাটি। একই সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সারচার্জ ছাড়াই নবায়নের সময়সীমা বাড়িয়েছে ডিএনসিসি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ২০২০-২১ অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে ১০ শতাংশ হারে কর রেয়াত পাবেন করদাতারা। এই সুযোগের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

একই সাথে ব্যবসায়ীরা তাদের ট্রেড লাইসেন্স সারচার্জ ছাড়াই আগামী ৩০ নভেম্বরের মধ্যে নবায়ন করতে পারবেন। এই সুযোগ নিয়ে নগরবাসীদের কর দিতে আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।