ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, নভেম্বর ১০, ২০২০
গাজীপুরে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট ও রাজদিঘীর পাড় এলাকা থেকে একদিন বয়সী দুই নবজাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর শহরের রাজদিঘীরপাড় এলাকায় কাগজের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো এক মেয়ে শিশুর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট সংলগ্ন ময়লার স্তুপে আরেক কন্যা শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) রাফিউল কবির বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহ দুটি বয়স একদিন হবে। এ বিষয়ে তদন্ত চলছে‌।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।