ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, নভেম্বর ১০, ২০২০
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর কড়ইতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শান্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত শান্ত একই উপজেলার বাগুয়ান গ্রামের স্বপন আলীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদত হোসেন বাংলানিউজকে জানান, সকালে আল্লারদর্গা-প্রাগপুর সড়কের জয়রামপুর কড়ইতলা এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ট্রলি ও নছিমনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে নছিমনের যাত্রী ওই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দসহ চালক জীবনকে (২২) আটক করা হয়েছে। জীবন ভেড়ামারা উপজেলার নওদা খাড়াড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।   

বাংলাদেশ সময়: ১৭১০ সময়, নভেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।